স্মার্টফোন তৈরিকারী টেক কোম্পানি ইনফিনিক্স গ্লোবাল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন আনার দাবি করেছে। ফোনটির মডেল Infinix hot 50Pro+ . কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ফোনের ফিচার স্পেসিফিকেশন ও ভিডিও রিলিজ করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন
থ্রিডি কার্ভ ডিজাইনের মধ্যে সবচেয়ে পাতলা ফোন বাজারে রিলিজ করতে যাচ্ছে ইনফিনিক্স। Infinix কোম্পানির Hot 50 pro plus স্মার্টফোনটি এ যাবৎ কালের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভ ফোন। এই ফোনটির থিকনেস মাত্র 6.8 মিলিমিটার ও ওজন ১৬২ গ্রাম।
ফোনটি তৈরিতে Titanwing আর্কিটেকচার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কোনটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং ডাস্টপ্রুফ সেই সাথে ভেজা বা তেল যুক্ত হাতেও ফোনটি ব্যবহার করা যাবে।
ডিসপ্লে এবং ডিজাইন
Infinix Hot 50 Pro+ স্মার্টফোনটিতে ১২০হার্জ এর কার্ভ এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ডিস্প্লে স্পেসিফিকেশন
- ডিসপ্লে সাইজ- ৬.৭ইঞ্চি
- ডিসপ্লে টাইপ – এমোলেড কার্ভ ডিসপ্লে
- প্রটেকশন – গরিলা গ্লাস
- ফিচার – ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
হার্ডওয়ার স্পেসিফিকেশন
- প্রসেসর – Mediatek Helio 100
- রোম – ৫১২জিবি
- র্যম – ৮জিবি
- ভার্চুয়াল রেম – ৮জিবি
- ব্যাটারি – ৫০০০এমএএইচ
- কালার – পার্পেল, গোল্ড, ব্লাক।
ফোনটিতে ইউসবি টাইপ সি চার্জার সাথে ৩৩ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দেওয়া আছে। তবে 5000 এমএএইচ এর ব্যাটারি ক্যাপাসিটি তুলনামূলক কম হয়ে গেছে।
0 Comments