ইন্টারনেট বর্তমানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘ ইন্টারনেট কে মানুষের মৌলিক চাহিদার অংশ বলেছেন। তবে পৃথিবীতে ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান তলানিতে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রাউটার থেকে ইন্টারনেটের পূর্ণাঙ্গ স্পিড পাওয়া যায়।
রাউটারে ইন্টারনেটের গতি বৃদ্ধির উপায়
ওয়াইফাই রাউটারে ইন্টারনেট স্পিড কমে গেলে করণীয় সম্পর্কে তুলে ধরা হলো।
- রাউটারে ইন্টারনেটের পূর্ণাঙ্গ স্পিড পেতে রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন।
- রাউটারে ফ্রিকোয়েন্সি ৫ গিগাহার্জ দেওয়া আছে কিনা চেক করুন। যদি ৫ গিগাহার্জ দেওয়া না থাকে তাহলে সেট করুন।
- রাউটার সেটের ক্ষেত্রে ঘরের মধ্যবর্তী স্থান নির্বাচন করুন। যাতে সকল জায়গায় সমান দূরত্ব তৈরি হয়।
- খোলা জায়গায় রাউটার সেট করার ব্যবস্থা থাকলে খোলা জায়গাতেই রাউটার সেট করা উচিত। বদ্ধ জায়গায় ঠিকমত স্পিড পাওয়া যায় না।
- রাউটার সিকিউরিটি সিস্টেমে কঠিন পাসওয়ার্ড সেট করুন। যাতে যে কেউ অথবা বাইরের কেউ ইন্টারনেট ব্যবহার করে আপনার গতি কমিয়ে না দিতে পারে।
- আপনার রাউটারে যদি ম্যাক ফিল্টার অপশন থাকে তাহলে আপনার প্রয়োজনীয় ব্যক্তিদের ম্যাক এড্রেস সেট করে বাকিদের ব্লক করুন।
- আপনার রাউটারের ইন্টারনেট অন্য কেউ ব্যবহার করতেছে কিনা তা নিয়মিত মনিটরিং করুন।
- এছাড়াও আপনার রাউটারে কোন কারিগরি ত্রুটি থাকলে তা পরিবর্তন করে নতুন রাউটার সেট করাই ভালো।