গুগল ক্রোম ব্যবহারকারীরা আগে থেকে “লিসেন টু দিস পেজ” ফিচারের সাথে পরিচিত। তবে এই সুবিধা আগে শুধু কম্পিউটারের মাধ্যমেই ব্যবহার করা যেত। এখন স্মার্টফোন ব্যবহারকারীরাও মোবাইলে গুগল ক্রোমে এই ফিচার টি পাবেন।
লিসেন টু দিস পেজ
স্মার্টফোনে সময় নিয়ে কোনো ইংরেজি বা বাংলা ব্লগ পড়ার সময় যদি না থাকে তাহলে এই ফিচারটি আপনার জন্যই এনেছে গুগোল। স্মার্ট ফোনে একটি ওয়েব পেজ বের করে মেনু থেকে লিসেন টু দিস পেজ অপশন এ ক্লিক করলে সম্পূর্ণ পেজটি গুগল আপনাকে পড়ে শোনাবে। এই সুবিধাটি নতুন করে স্মার্টফোনে চালু করলো গুগল। আগে এটি শুধু কম্পিউটার ব্যবহারকারীরা করতে পারতো। কিন্তু নতুন এই আপডেট এ এই ফিচারটির মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীরাও চাইলে ওয়েবপেজ শুনতে পারবে।
0 Comments