Site icon OLD MaxTan

স্মার্টফোন দিয়ে ছবির প্রতিযোগিতা: পুরস্কার জিতুন

ফটোগ্রাফি কনটেস্ট নামটি সামনে আসলেই বড় বড় ক্যামেরার কথা মাথায় আসে। তবে এবার ভিন্নধর্মী এক ফটোগ্রাফি কনটেস্ট নিয়ে এসেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি। তাদের সাথে যুক্ত আছে রিয়েলমি বাংলাদেশ।

মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট

realme বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রতিযোগিতা শুরু হয়েছে ১৯ অক্টোবর থেকে। ছবি জমাদারের শেষ দিন ৩১ অক্টোবর ২০২৪ রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত। মোবাইল দিয়ে উঠানো যেকোনো ছবি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। তবে এডিট করা, অশ্লীল ছবি এবং রাজনৈতিক ছবি বাদে। কম্পিটিশনে যে সকল ছবি অংশগ্রহণ করবে তার মধ্যে বাছাই করা ২০টি ছবি ড্যাফোডিল ক্যাম্পাসে প্রদর্শন করা হবে।

পুরস্কার

এই ফটোগ্রাফি কনটেস্টের পুরস্কারের ঘোষণা দিয়েছে রিয়েলমি বাংলাদেশ। Realme এর সৌজন্য realme 12 স্মার্টফোনটি প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য প্রতিযোগিদের জন্য বিভিন্ন পুরস্কার রয়েছে।

এই কম্পিটিশন সম্পর্কে বিস্তারিত জানা যাবে realme বাংলাদেশের facebook পেজে।

Exit mobile version