ফেসবুক ব্যবহার করেনা এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। ব্যবহারকারীর সাথে সাথে দুষ্কৃতিকারীও বেড়ে গেছে। না বুঝে ফেসবুক ব্যবহার করার কারণে ফেসবুক আইডি হ্যাকের স্বীকার হয় অহরহ।
ফেসবুক আইডি খোলার পর কিছু বিষয়ে সতর্ক থাকলেই নিজেদের হ্যাক এর কবল থেকে বাচানো যেতে পারে।
ব্যক্তিগত তথ্য প্রাইভেসি
ফেসবুক আইডি গুলোর ব্যক্তিগত তথ্য গুলোর প্রাইভেসি অবশ্যই অনলি মি দিয়ে রাখবেন। যাতে সেগুলো হ্যাকারের কাছে না যায়।
টু স্টেপ ভেরিফিকেশন
আপনার আইডির সুরক্ষার জন্য টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। এতে আপনার আইডির পাসওয়ার্ড কেও জানলেও খুব একটা লাভ হবেনা। তবে অবশ্যই ব্যকাপ কোড কোথাও সংরক্ষণ করুন। অনেক সময় টু স্টেপ কোড ফোনে যায়না।
এক্টিভিটি লগ
আপনার আইডির এক্টিভিটি নিয়মিত চেক করার অভ্যাস করুন। এতে আপনার আইডিতে অনাকাংক্ষিত কোনো পরিবর্তন লক্ষ করলে সতর্ক হতে পারবেন।
লগিন ইনফরমেশন
আপনার ডিভাইসের লগিন এক্টিভিটি নিয়মিত চেক করুন। অনাকাংক্ষিত কোনো লগিন ইনফরমেশন দেখলে সেটা লগাউট করে দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করুন।এছাড়াও অপরিচিত কোনো ডিভাইসে লগিন করবেন না।
বা লগিন করলে সেই লগিন ইনফরমেশন পুরোপুরি মুছে দিয়েছেন নিশ্চিত হোন। ঘণ ঘণ পাসওয়ার্ড পরিবর্তন করুন। অপ্রয়োজনীয় ও থার্ডপার্টি এপ এর মাধ্যমে লগিন পরিহার করুন। এপ লগিন এক্সেস চেক করে সেশন ক্লোজ করে দিন।
0 Comments