রাষ্ট্রায়ত্ত সিম টেলিটক নতুন অফার প্যাকেজ নিয়ে এসেছে। টেলিটক এই প্যাকেজ এর নাম দিয়েছে Gen-Z। অল্প সময়ের মধ্যেই এই প্যাকেজটি তরুন সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই সিম নিতে বেশ কিছু শর্ত দিয়েছে টেলিটক। চলুন জেনে নেওয়া যাক টেলিটকের শর্ত সমূহ।

বয়সসীমা

২০২৪ সাল পর্যন্ত ১২ বছর থেকে ২৭ বছর বয়সী ব্যক্তিরা কেবল টেলিটকের এই সিমটি নিতে পারবেন। অর্থাৎ ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের জন্ম শুধুমাত্র তারাই পাবেন টেলিটক Gen-Z সিম। সেই সাথে সিম আবেদনকারীর নিজস্ব এনআইডি থাকতে হবে।

শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য এই প্যাকেজ

কোন গ্রাহকের নামে ইতোপূর্বে যদি কোন টেলিটক সিম রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে তিনি টেলিটকের এই সিমটি নিতে পারবেন না। যদি নতুন গ্রাহক হয়ে থাকেন তিনি একটিমাত্র জেনজি সিম নিতে পারবেন। যারা জেন জি সিম পাবেন না কিন্তু অলরেডি টেলিটক ব্যবহার করতেছেন তারা *১১১# ডায়াল করে জেন জি প্যাকেজ এর বিভিন্ন অফার নিতে পারবেন। অথবা মাই টেলিটক অ্যাপ এর প্রোমোশনাল ব্যানার এর মাধ্যমেও বিভিন্ন অফার নিতে পারবেন।

জেন- জি প্যাকেজে মাইগ্রেশন

যারা বর্তমানে টেলিটক সিম ব্যবহার করতেছেন তারা চাইলেও জেন- জি প্যাকেজে মাইগ্রেশন করা যাবে না। তবে যাদের বয়সের সাথে জেন জি প্যাকেজের বয়স মিলে তারা চাইলে Gen-Z প্যাকেজের কিছু অফার নিতে পারবে। তবে সে ক্ষেত্রে নিজ সিমের সকল অফার প্যাকেজ কলরেট অপরিবর্তিত থাকব যেভাবে অফার নিবেন

Gen-Z অফার যেভাবে নিবেন

জেনজি অফার নেওয়ার জন্য, টেলিটক কাস্টমার কেয়ার থেকে জেন- জি প্যাকেজের সিমটি নিয়ে *১১১# ডায়াল করে অফার নিতে হবে। অথবা মাই টেলিটক অ্যাপ এর মাধ্যমে অফার সমূহ খুব সহজে পলুপোভোগ করতে পারবেন।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *