অনেক প্রতিষ্ঠানই তাদের প্রতিষ্ঠানে কোর্স করে অথবা অনলাইন কোর্স কিনে দক্ষ হতে বলবে। বিভিন্ন লোভনীয় অফার এর লোভ দেখিয়ে অথবা ভবিষ্যতে ভালো চাকরির নিশ্চয়তা দিয়ে এসব কোর্স বিক্রি করা হয়। কিন্তু হাজারো রিসোর্স যদি ফ্রিতেই পাওয়া যায় তাহলে টাকা দিয়ে কিনর কি দরকার। ইউটিউব ব্যবহার করে সময় ও মেধা ব্যবহার করে খুব অল্প সময়েই আপনি এই পাঁচটি বিষয়ে অভিজ্ঞ হতে পারবেন। এসব বিষয়ের চাহিদাও বেশ।

০১. আর্টিকেল রাইটিং

আপনার যদি লেখার যোগ্যতা ভালো হয়ে থাকে, আপনি যদি ভালো লিখতে পারেন তাহলে আর্টিকেল রাইটিং হতে পারে আয়ের অন্যতম মাধ্যম। আর্টিকেল রাইটিং কন্টেন্ট রাইটিং নামেও পরিচিত। কনডেন রাইটিং মানে শুধু একের পর এক লিখে যাওয়াই নয়। আপনাকে নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট নিয়ম মেনে পাঠকের মেন্টালিটি চিন্তা করে তারপর লিখতে হবে। ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সাইট গুলোতে হর হামেশাই কন্টেন্ট রাইটার খোঁজা হয়। এসব ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার দক্ষতার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারবেন।

০২. কনটেন্ট ক্রিয়েশন

কনটেন্ট ক্রিয়েশন বর্তমানে একটি জনপ্রিয় পেশা। সকল বয়স ও শ্রেণী পেশার মানুষ কাজের পাশাপাশি অতিরিক্ত সময় ব্যয় করে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে। কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট বিক্রি, অনলাইন কোর্স বিক্রি, অনলাইন কনসালটেন্সি, টিচিং বিভিন্ন কাজ করা যায়।

প্রথমে কনটেন্ট তৈরি করার জন্য নির্দিষ্ট একটি বিষয় সিলেক্ট করতে হবে। এরপর ওই বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করে বিভিন্ন ভাবে প্রচার করতে হবে। আপনার কন্টেন্টের পর্যাপ্ত অডিয়েন্স তৈরি হলে স্পন্সর অথবা এফিলিয়েট করে অথবা কোর্স বিক্রি করে আয় করতে পারবেন।

০৩. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের কাজের ধরনের অনেক পরিবর্তন এসেছে। পরিবর্তনের একটি উৎকৃষ্ট উদাহরণ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে অনলাইনে সার্চ করে থাকি। সার্চ ইঞ্জিন আমাদের সামনে এর প্রয়োজনীয় বিষয় আমার সামনে তুলে ধরে। কোন ওয়েবসাইটে কোন কনটেন্ট থাকলে তা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সার্চ ইঞ্জিনে তুলে ধরতে হয়। ওয়েবসাইট এর সাথে সার্চ ইঞ্জিনের এই যোগাযোগ করিয়ে দেওয়াই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউবে সার্চ ইঞ্জিন আপটিমাইজেশনের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। এ বিষয়ে অভিজ্ঞ হতে পারলে মার্কেটে বেশ ডিমান্ড আছে।

০৪. ইউআই/ ইউএক্স ডিজাইন

ইউ আই ইউ এক্স ডিজাইন হলো কোনো ওয়েবসাইট বা অ্যাপস ভিজিটরের সামনে কিভাবে উপস্থাপিত হবে সেই ডিজাইন। ইউআই ডিজাইনাররা বেশ ক্রিয়েটিভ হয়ে থাকে। ভিজিটরের মেন্টালিটি বুঝে তারপর তা ডিজাইন করতে হয়। ইউটিউবে ইউ আই ডিজাইনের বিভিন্ন টিউটোরিয়াল পাওয়া যায়।

০৫. ওয়েব ডেভেলপমেন্ট

ওয়েব ডেভেলপমেন্ট শব্দটি ব্যাপক ধারণা বহন করে। অন্যান্য কাজের চেয়ে ওয়েব ডেভেলপমেন্ট একটু কঠিন ও শিখতে সময় বেশি লাগে। তবে এর চাহিদাও অনেক বেশি। ওয়েব ডেভেলপমেন্ট এ দক্ষ হতে পারলে ভবিষ্যত উজ্জ্বল। ওয়েব ডেভেলপমেন্ট শিখলে নিজের মন মতো ওয়েব এপস তৈরি করতে পারবেন। ইউটিউবের পাশাপাশি freecodecamp, w3schools থেকেও ডেভেলপমেন্ট শেখা যাবে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *