Site icon OLD MaxTan

আপকামিং নোকিয়া N73 5G: সবকিছু যা আপনাকে জানতে হবে

নোকিয়া অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন। এক সময়ে মার্কেট কাঁপানো জনপ্রিয়তা দখল করা nokia মাঝখানে বসে পড়লেও বর্তমানে তাদের স্মার্টফোনগুলো বেশ চাহিদা সম্পন্ন। আজকে আমরা নোকিয়ার আপকামিং একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করবো।

নোকিয়ার এই স্মার্টফোনটি সম্পর্কে শুধুমাত্র ধারণা পাওয়া গেছে। স্মার্টফোনটি এখনো মার্কেটে লঞ্চ হয়নি। তবে খুব শীঘ্রই এটি রিলিজ হবে আশা করছি।

ডিসপ্লে এবং ডিজাইন

nokia n73 5g তে সুপার এমোলেড হাইরেজুলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ডিইস্প্লে স্পেসিফিকেশন

স্মার্টফোনটির সাইজ আকারে একটু বড় হলেও হাই রেজ্যুলেশন ডিসপ্লে এটিকে আরো আকর্ষণীয় করেছে।

হার্ডওয়ার ও পারফরমেন্স

দূর্দান্ত এই ৫জি স্মার্টফোনটিতে Qualcomm SM7350 snapdragon 775 চিপসেট ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দেওয়া আছে ৬০০০এমএএইচ এর। অক্টাকোর ২.৭ গিগাহার্টজের প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি ২টি ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। একটি হলো ৮জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রোম ভার্সন আরেকটি হলো ১২জিবি ও ২৫৬ জিবি ভার্সন। এছাড়াও আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফেস ডিটেকশন সিস্টেম।

ক্যামেরা সেটাপ

নোকিয়া N73 5G স্মার্টফোনটির ক্যামেরা রেজ্যুলেশন পূর্বের ফোন গুলো থেকে অনেক বেশি।

প্রাইমারি ক্যামেরা

ফ্রন্ট ক্যামেরা

অসাধারণ এই স্মার্টফোনটি খুব শীঘ্রই বাজারে ছাড়বে নোকিয়া।

Exit mobile version